আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ছাতকে পুলিশের উপর হামলায় যুবলীগ নেতা আনোয়ারসহ আটক ৮

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৮ ১৪:৫৬:০৬

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ওয়ারেন্টভূক্ত আসামি ধরতে গিয়ে বাঁধা ও পুলিশের উপর হামলার ঘটনায় যুবলীগ নেতা আনোয়ারসহ ৮জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ছাতক থানার এসআই মুহিবুল ইসলামের নেতৃত্বে একটি দল উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের সাদারাই গ্রামে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে একই ইউনিয়নের পাইগাঁও গ্রাম থেকে ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হুসেন আলীর নেতৃত্বে ১০/১২ জনের একটি দল পুলিশের উপর হামলা চালায়।

এসময় এসআই মুহিবুল ইসলাম এসআই মুক্তার আলী, এএসআই এবায়দুর, মুহিবুল ইসলাম, কন্সটেবল শাকিল, আমিনুল আহত হন।

পরবর্তীতে ছাতক থানা থেকে অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান অতিরিক্ত ফোর্স নিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলো, আনোয়ার হোসেন আলী, ফয়সল আহমদ, সুমন দেব, রুম্মান আহমদ হৃদয়, রাকিব আহমদ, হাসান আহমদ, মুক্তার আলী, চয়ন দেব।

এঘটনায় এএসআই মুক্তার আলী বাদী (মামলা নং-২৪)
দায়ের করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে আসামিদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


সিলেটভিউ২৪ডটকম/১৮ জুলাই ২০১৮/এমএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন