আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে ‘সিসি ক্যামেরা’ স্থাপনে ৪ লাখ টাকা দিলেন ব্যবসায়ীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৯ ১৮:৩৬:২০

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে সর্বত্র সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রমকে এগিয়ে নিতে ৪ লাখ টাকা অনুদান প্রদান করেছেন উপজেলার পুরান বাজারের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পংকি খানের নেতৃত্বে ব্যবসায়ীরা বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম’র হাতে অনুদানের এই টাকা তুলে দেন।

অনুদান প্রদানকারীরা হলেন- আল-হেরা শপিং সিটির পক্ষ থেকে ৪০ হাজার টাকা, ২৫ হাজার টাকা করে পংকি খান, সিরাজ উদ্দিন, উলফত মিয়া, ছাতির মিয়া, সোনা মিয়া, বাবুল মিয়া, মাসুক মিয়া, আবদুর রুপ, তাহিদ মিয়া, ২০ হাজার টাকা করে আবদুল হান্নান, মজমিল আলী, আফিজ আলী, নূরুল ওয়াছে আলতাফী, নাদির মিয়া, ১৫ হাজার টাকা মামুন তালুকদার, ১০ হাজার টাকা করে ইন্তাজ আলী ও জনি মিয়া।

অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, প্রবীণ ব্যবসায়ী উলফত মিয়া, ছাতির মিয়া, সোনা মিয়া, বাবুল মিয়া, মাসুক মিয়া, আবদুর রুপ, তাহিদ মিয়া, আবদুল হান্নান, মজমিল আলী, আফিজ আলী, নাদির মিয়া, মামুন তালুকদার, ইন্তাজ আলী, জনি মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস ছালাম, সহ সভাপতি নানু মিয়া, এওর আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, ব্যবসায়ী নিতাই চন্দ প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান বলেন, ‘মাদক-জুয়া, জঙ্গি-সন্ত্রাসবাদ, ইভটিজিংসহ অপরাধের সাথে যারা জড়িত থাকবে তাদের সাথে কোন আপোস নাই। অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনতে থানা পুলিশকে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি নিরীহ কোন মানুষ যাতে কোন চক্রের কারণে হয়রানির শিকার না হন সেদিকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে অপরাধীরা কোন দলের বা মতের হতে পারে না। সুন্দর ও শান্তির সমাজ বিনির্মানে সকল প্রকার অপরাধ দমনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বিশ্বনাথ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, ‘দল-মতের ঊর্ধ্বে উঠে বিশ্বনাথবাসীর নিরাপত্তার জন্য আজ পংকি খান যে দৃষ্টান্ত স্থাপন করলেন, তা যুগ যুগ উপজেলার সর্বস্তরের মানুষ মনে রাখবেন। সমাজ ও জাতিকে সামনের দিকে এগিয়ে দিতে এমন নেতৃত্বের খুবই প্রয়োজন, এর কোন বিকল্প নেই। আমাদের ভবিষৎ প্রজন্মকে ভালো রাখতে ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুলাই ২০১৮/পিবিএ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন