আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে যে কারণে এইচএসসিতে ফলাফল বিপর্যয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২০ ০০:০২:৩৫

জ্যেষ্ঠ প্রতিবেদক :: বারো বছরের মধ্যে এবার সিলেটে সবচেয়ে খারাপ ফলাফল এসেছে এইচএসসি পরীক্ষায়। ফলাফল বিপর্যয়ের ভয়াবহতা এই একটি তথ্যেই স্পষ্ট হয়ে ওঠছে। কিন্তু হঠাৎ করে কেন এই ফল বিপর্যয়?

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ বলছেন, ইংরেজি ও আইসিটি বিষয়ের কারণেই এবার পাসের হার কমেছে।

ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, এবার ইংরেজি প্রথম পত্রে পাসের হার ৭০.৯৬ ভাগ। ইংরেজি দ্বিতীয় পত্রেও পাসের হার একই, ৭০.৯৬ ভাগ। এছাড়া আইসিটিতে পাসের হার ৮৮.২১ ভাগ।

তবে আইসিটির চেয়েও খারাপ ফল হয়েছে পরিসংখ্যানে, পাসের হার ৮৫.৮৪ ভাগ। এছাড়া ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্রে পাসের হার ৭৫.০০ ভাগ, উচ্চতর গণিতে পাসের হার ৮৬.৮২ ভাগ।

তবে ইতিহাস, পরিসংখ্যান ও উচ্চতর গণিতের চেয়ে ইংরেজি ও আইসিটিতে কয়েক গুণ বেশি শিক্ষার্থী থাকায়, এসব বিষয়ের খারাপ ফলাফল সার্বিক ফলাফলে প্রভাব ফেলেছে।

এ বছর সিলেট বোর্ডে ৭১ হাজার ৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪৪ হাজার ১২৭ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ জন শিক্ষার্থী।

সিলেটভিউ২৪ডটকম/২০ জুলাই ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন