আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সিলেট মহানগর জমিয়তের নির্বাচনী পথসভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২১ ২০:৩১:৩৮

সিলেট :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর কর্তৃক নগরীর আম্বরখানা পয়েন্টে ২০দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান আরো বলেন, বিগত ২০১৩ সালে সিটি নির্বাচনে সিলেটবাসী বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করেছিল। কিন্তু নির্বাচনের পরপরই পরাজিত অশুভ শক্তির ইন্ধনে হামলা মামলার মাধ্যমে নির্বাচিত মেয়রকে অন্ধকার কারাপোস্টে বন্দি করে মূলত সিলেটবাসীর উন্নয়নের দোয়ারে কোঠারাঘাত করা হয়েছিল। সিলেটবাসীর সেই প্রিয় নেতা আবারও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে ২০ দলীয় জোটের পক্ষ থেকে জনগণের কাছে এসেছেন। তাই ষড়যন্ত্র জুলুম নির্যাতনের সমুচিত জবাব দিতে ৩০ জুলাইয়ের নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করুন।

শনিবার (২১ জুলাই) জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরী কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভায় নজরুল ইসলাম খান উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর জমিয়তের সহ সভাপতি প্রিন্সিপাল মাহমুদ হাসান এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সরকারের পরিচালনায় উক্ত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ড. গোলাম মুহিউদ্দিন ইকরাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ মনি, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রকীব, ন্যাপ এর মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জাগপা মহাসচিব খন্দকার লুৎফুর রহমান, কল্যাণ পার্টির মহাসচিব এম. আমিনুর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাইদ আহমদ, এনপিপি যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জমিয়তে উলামায়ের ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সালাম, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব এম. বেলাল আহমদ চৌধুরী, যুব জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি রফিক আহমদ মহল্লী, মহানগর ছাত্র জমিয়ত আহ্বায়ক হাফিজ শিব্বির আহমদ রাজী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম এলএলবি, জেলা ছাত্র জমিয়তের আহ্বায়ক কায়ছান মাহমুদ আকবরী, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ডালিম, সদস্য সচিব জাফর ইকবাল, মহানগর ছাত্র জমিয়তের সদস্য সচিব হাফিজ খলিল উল্লাহ, যুব নেতা মাওলানা তোফায়েল আহমদ ওসমানী, ছাত্র নেতা মাওলানা আল আমিন নাফে, আব্দুল হাই, হাফিজ তাহের প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২১ জুলাই ২০১৮/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন