আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ধানের শীষের সমর্থনে খন্দকার মুক্তাদিরের গণসংযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২১ ২৩:১৩:৫৫

সিলেট :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনীত মেয়র প্রার্থী আরিফুল চৌধুরীর ধানের শীষের পক্ষে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। আজ নগরীর মুনসিপাড়া থেকে শুরু করে ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরফরাজ আহমেদ চৌধুরী, সাধারন সম্পাদক সোহেল বাছিত, সহ-সাংগঠনিক সম্পাদক , মো. আলী লাহিন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ আহমেদ রিপন, মহানগড় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি. বেলায়েত হোসেন মোহন, ওমর উসমান ফারুক, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমেদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মহানগর ছাত্রদল নেতা শাহীন উদ্দিন আহমেদ, মহানগর যুবদল নেতা দেলোয়ার হোসেন, মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য এম হাফিজুর রশীদ, মহানগর ছাত্রদল নেতা শাহেদ বাছিত, কামরুল ইসলাম দিপু, মোজাম্মিল হোসেন তুহিন, জেলা ছাত্রদল নেতা জয়নাল আবেদীন রাহেল, মহানগর ছাত্রদল নেতা প্রিন্স খান, লায়েক আহমেদ, তানভীর আহমেদ, সাব্বির আহমেদ শিপন, তুহিন আহমেদ, ফাহিম আহমেদ, মো:জহির, মাসুম আহমেদ, তারেক আহমেদ তান্না সহ এলাকার প্রবীণ মুরব্বিগন ও যুব সমাজ উপস্থিত ছিলেন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২১ জুলাই ২০১৮/প্রেবি/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন