আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

হেতিমগঞ্জে ট্রাক চাপায় ২ ভাই নিহত, ট্রাকে আগুন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০৮ ১১:৪১:৫৯

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-জকিগঞ্জ রোডের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে ট্রাক চাপায় ২ ভাই নিহত হয়েছেন। তাদের একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যান।

নিহতরা হলেন গোলাপগঞ্জের উত্তর রনিখাইল ঘুগারকুল গ্রামের সিকন্দর আলীর ছেলে তরমুজ আলী (৪৫) ও সুরুজ মিয়া (৪০)।

সুরুজ মিয়া ছিলেন অটোরিকশার চালক। তিনি তার অপর দুই ভাইকে নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। তার পরিচয় পাওয়া যায়নি।

আজ (বুধবার) সকাল ১০ টার দিকে মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্রুতগামী একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। পরে বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তারা রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে ফায়ারসার্ভিস কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নিভিয়েছেন। ট্রাকের চাপায় অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি ২ জন নিহতের কথা স্বীকার করেছেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আহত অপর জনের অবস্থাও শংকাজনক।

সিলেটভিউ২৪ডটকম/৮ আগস্ট ২০১৮/আরআই-কে/এমইউএ/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন