আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

রোটারি ক্লাব মেট্রোপলিটন সিলেটের মাসব্যাপী ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১০ ০০:৩৯:৫৫

সিলেট :: রোটারি ডিষ্ট্রিক ৩২৮২ বাংলাদেশ এর ডিষ্ট্রিক গভর্ণর ইলেক্ট লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর বলেছেন, সমাজের একটা নির্দিষ্ট অংশ হিজরা। এদেরকে সামাজিকভাবে পুনর্বাসনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন। এদের মধ্যে অনেকেই মেধাবী ও উদ্যোমী। তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসলে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তারা নিজেরা যেমন সমাজে মর্যাদার সহিত বসবাস করতে পারবে, তেমনি সমাজও তাদের দ্বারা অনেক উপকৃত হবে। তারা কারো করুনার পাত্র হয়ে বসবাস করবে না। আজ রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট মাসব্যাপী তাদের নিয়ে যে ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছে আমি তাদের এই প্রজেক্টকে ধন্যবাদ জানাই।

নগরীর মিরের ময়দানে বৃহস্পতিবার ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সুফিয়ানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী ইকবাল হোসেনের পরিচালনায় হিজরা জনগোষ্ঠীর জন্য মাসব্যাপী সেলাই, ব্লক ও বাটিক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিজিই আতাউর রহমান পীর উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি এম নুরুল হক সোহেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি মোহাম্মদ কবির উদ্দিন, এ্যাসিসটেন্ট গভর্ণর পিপি আজিজুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট আহসান আহমদ খান, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ রেহান উদ্দিন রায়হান, রোটাঃ আক্তার চৌধুরী রুবেল, রোটাঃ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, রোটাঃ কাজী আব্দুল জলিল খান, রোটাঃ আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নারী উদ্যোগ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভানেত্রী শাহিদা শিকদার।

সিলেটভিউ২৪ডটকম/১০ আগস্ট ২০১৮/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন