আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

কানাইঘাটে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৪ ১০:৩০:২৬

সিলেট :: বঙ্গবন্ধুর আদর্শকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কানাইঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থটি বিতরণ করলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি সাংবাদিক সারোয়ার কবির।

গত রবিবার (১২ আগস্ট) কানাইঘাটের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের হাতে অসমাপ্ত আত্মজীবনী বইটি তুলে দেন তিনি।

এসময় সারোয়ার কবির বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শ। বঙ্গবন্ধু সারা জীবন মানুষের কাল্যাণে কাজ করে গেছেন। বাংলার মানুষের অধিকার আদায় এবং মুক্তির জন্য তিনি বার বার কারাবরণ করেছেন। জেল,জুলুম,অত্যাচার কোন কিছুই তাকে দমাতে পারেনি। এদেশের মানুষকে উপহার দিয়েছেন বাংলাদেশ নামক স্বাধীন একটি ভূ-খণ্ড। বর্তমানে জাতির পিতার আদর্শ ও চেতনাকে ধারণ করে তারই কন্যা গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে।

সারোয়ার কবির কানাইঘাট কলেজ , দূর্গাপুর স্কুল এন্ড কলেজ, কানাইঘাট মহিলা কলেজ, কানাইঘাট পাবলিক হাই স্কুল, ভশির আহমদ উচ্চ বিদ্যালয়, ঝিংগাবাড়ি স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি তুলে দেন।

প্রজন্ম প্রতিভা ছাত্রকল্যাণ পরিষদ, কানাইঘাটের আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানে বই বিতরণ কালে উপস্থিত ছিলেন, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট কলেজের অধ্যক্ষ শামসুল আলম মামুন, দূর্গাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুর মোহাম্মদ, দূর্গাপুর স্কুল এন্ড কলেজ গভরনিং বডির সভাপতি  মুবশির আলী চাচাই, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক ইয়াহইয়া, কানাইঘাট প্রজন্ম প্রতিভা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আসাদুজ্জামান, কানাইঘাট পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা সাহেদ আহমদ, ইয়াহইয়া ডালিম, আশরাফ চৌধূরী, আফজাল, কানাইঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি এম.আফতাব উদ্দিন, সহ-সভাপতি মনির আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম কামরান, আবছার আলম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৪ আগস্ট ২০১৮/প্রেবি/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন