আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

তাহিরপুরে ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্টানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৯ ২২:০১:৫৫

তাহিরপুর প্রতিনিধি :: তাহিরপুরে ভোক্তা অধিকার আইনে অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্টান কে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন, সুনামগঞ্জ জেলা প্রশাসনের টাঙ্গুয়া হাওরের নিরাপত্তা দায়িত্বে থাকা এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রিট আল আমিন সরকার।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাগলী বাজারের একটি ফার্মেসী, ২টি রেষ্টুরেন্ট ও একটি মুদি মালের দোকানে অভিযান চালিয়ে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রিট।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রিট আল আমিন সরকার বিষয়টি নিশ্চিত করেন জানান, মেয়াদ উত্তীর্ণ, ভেজাল ওষুধ, অপরিচ্ছন্ন খাবার এবং ওজনে কম দেওয়ায় ৪ দোকানীকে ভোক্তা অধিকার আইনে মোট ১৪ হাজার টাকা জরিমামা করা হয়েছে এবং ভেজাল ওষুধ উপস্থিত লোকজনের সামনে ভেঙ্গে ফেলা হয়েছে। তিনি বলেন, এ ধরনের অভিযান এখন সব সময় হাওর ও সীমান্তবর্তী বাজারগুলোতে পরিচালিত হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৯ আগস্ট ২০১৮/এআরএস/এমকে-এম


@

শেয়ার করুন

আপনার মতামত দিন