আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

রিকাবীবাজারে ভিআইপি রোড বন্ধ করে পশুর হাট (ভিডিও)

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-২১ ১৯:০৪:৪৮

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর ব্যস্ততম রিকাবীবাজার পয়েন্ট এলাকায় রাস্তার উপর বসানো হয়েছে অবৈধ পশুর হাট। সিলেটের ভিআইপি সড়ক বলে পরিচিত রিকাবীবাজার-চৌহাট্টা সড়ক এখন প্রায় বন্ধ। প্রায় চল্লিশ ফুট প্রস্থের এই সড়কের এখন দুই-তৃতিয়াংশেরও বেশী যায়গা জুড়ে পশু নিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে মঙ্গলবার বিকালে রিকাবীবাজার পয়েন্ট এলাকায় গিয়ে দেখা যায়- চৌহাট্টামুখি ভিআইপি রোডের মুখ থেকে মেডিকেল কলোনী পর্যন্ত বিস্তৃত এই অবৈধ পশুর হাট। রাস্তার পাশের ফুটপাত থেকে শুরু করে প্রায় দুই-তৃতিয়াংশেরও বেশী যায়গা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এভাবেই চলছে বেচা-কেনা।

হাটের বাইরে রাস্তার যে যায়গাটুকু বাকি থাকে সেই যায়গা দিয়ে রিকসা অতিক্রম করাই কষ্টসাধ্য। আর ছোট-বড় গাড়ি তো দুরের কথা। তাই বাধ্য হয়ে পয়েন্ট থেকেই উল্টোপথে গাড়ি চালাচ্ছেন চালকরা।

এদিকে খোজ নিয়ে জানা গেছে- সিলেট আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর শীর্ষ নেতারা এই অবৈধ হাট বসিয়েছেন। তাদের পেছনে রয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা।

সিলেটভিউ২৪ডটকম/১৯ আগস্ট ২০১৮/শাদিআচৌ/ডিজেএস

ভিডিও : ভিডিও দেখতে ক্লিক করুন---

শেয়ার করুন

আপনার মতামত দিন