আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

শাবিতে বিজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘লুকা নাইন্টিন’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৮ ১৬:১৩:৩৪

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে ‘বিজ ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে গোল্ডেন শ্যুটারকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লুকা নাইন্টিন।

পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ম্যানেজম্যান্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন এর ডীন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. মো. শাহীদুল হক, সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান প্রমুখ।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে লুকা নাইন্টিন এর শাহাবুদ্দিন শাহাব, সর্বোচ্চ গোলদাতা মাঝহার জুবায়েদ, ম্যান অব দ্য ম্যাচ আশিষ মারান্ডি নির্বাচিত হন।

ব্যবসায় প্রশাসন বিভাগের ১৯তম ব্যাচের আয়োজনে বিভাগের ১৬ তম ব্যাচ থেকে ২০ তম ব্যাচ মোট পাঁচটি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনালে ১৯ তম ব্যাচের টিম লুকা নাইন্টিন ও ২০ তম ব্যাচের টিম গোল্ডেন শ্যুটার মুখোমুখি হয়।

পুরষ্কার বিতরণ কালে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী বলেন, ‘পড়াশোনার বাইরে সহ-শিক্ষামূলক কাজে প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহন করা উচিত। শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এ ধরনের আয়োজনে বিভাগ সর্বদাই সহযোগীতার হাত বাড়িয়ে দিবে।

সিলেটভিউ২৪ডটকম/১৮ সেপ্টেম্বর ২০১৮/মেক/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন