আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে সনাফ’র ডাকা হরতাল প্রত্যাহার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৮ ১৬:৪৭:০৯

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ দাবিতে ডাকা বুধবার আধাবেলা হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে সচেতন নাগরিক ফোরাম (সনাফ)।
মঙ্গলবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ খালেদ সাইফুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মুনাহিম কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অচিরে মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপন করা হবে এ মর্মে পৌর মেয়র ফজলুর রহমানের আশ্বাস প্রদান করেছেন। তাই হরতাল প্রত্যাহার করা হলো।

এর আগে সোমবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দ্রুত মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ডাক দেয় সনাফ। সংবাদ সম্মেলনের পর একই দাবিতে কাজ করে আসা সবকটি সংগঠন এ হরতালের বিরোধীতা করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়।
সিলেটভিউ২৪ডটকম/১৮ সেপ্টেম্বর ২০১৮/ওফানা/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন