আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ছাতকের অসহায় কল্পনা রানীর পাশে হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৯ ২১:৫৬:২২

সিলেট :: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শ্যামপাড়া গ্রামে অসহায় দরিদ্র কল্পনা রানীর মন্ডলের পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বুধবার বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন এর উদ্যোগে ঢেউটিন ও অর্থ প্রদান করা হয়।

এসময় বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আজিবন সদস্য সৈয়দ সাইদুল ইসলাম দুলাল বলেন, এ সংগঠন গরীব অসহায়দের মধ্যে সবসময় এগিয়ে আসে। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছে যারা দু'মুঠো ভাত খেতে হিমসিম খাচ্ছে তাদের পাশে বিত্তবান ব্যক্তিও বিভিন্ন সামাজিক সংগঠন দাঁড়ালে সামাজিক বৈষম্য কমে আসবে। আমাদের পক্ষ থেকে এ ধরণের সেবামূলক কাজ সবসময় অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির মহিলা সম্পাদিকা লাবনী পাল তুলি, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, বাবুল চন্দ্র পাল প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৯ সেপ্টেম্বর ২০১৮/এসএ/পিডি


শেয়ার করুন

আপনার মতামত দিন