আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২০ ২২:৪৫:১২

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: ‘চলো চলো ঢাকা চলো...’ স্লোগানকে সামনে রেখে ‘৭ দফা ও ৫ দফা’ বাস্তবায়নের দাবীতে ২৮ সেপ্টেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যোনে অনুষ্ঠিত মহাসমাবেশ সফলের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও ছাত্র-যুব ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পুরান বাজারস্থ সওজের ডাক বাংলায় বৃহস্পতিবার বিকেল সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গীতা পাঠ করেন রঞ্জিত গোস্বামী।

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমরের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদ্্যাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি রুপক কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, যুগ্ম সম্পাদক রুনু কান্ত দে, সাংগঠনিক সম্পাদক শংকর দাশ শংকু, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি কানু রঞ্জন দেব, সংগঠক বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত ধর রন, জয়ন্ত কুমার দাশ, শংকর চন্দ্র ধর, নির্মল সরকার, বিভাংশু গুন বিভু, শশাংঙ্ক বৈদ্য, বিজিত সরকার, নিশি পাল, ধীরেন্দ্র সরকার, নিত্যানন্দ দাশ নিতাই, ঝুটন চৌধুরী, রানা সরকার, সুরঞ্জিত বৈদ্য স্মরণ, নন্দ লাল বৈদ্য, নন্দ গোপাল দেব, জয় দেবনাথ, অমিত দেব, রিংকু দেব।

উপজেলা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে বিমল চন্দ্র দাশ, রমা কান্ত দে, জগদ্বীশ আচার্য্য, দিলিপ চৌধুরী, প্রদীপ চৌধুরী, সুধন্য সোম, ভানু রঞ্জন দে, জগিন্দ্র বিশ্বাস পরলোকগমণ করায় নেতৃবৃন্দ শোক প্রস্তাব গ্রহণ করে তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট ইষ্ট নাম জপ করেন।

সিলেটভিউ২৪ডটকম/২০ সেপ্টেম্বর ২০১৮/পিবিএ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন