আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুনামগঞ্জে ট্রাফিক সচেতনতায় উদ্বুদ্ধকরণ সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২২ ২১:১১:৪৩

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: “নিরাপদে চলুন- ট্রাফিক পুলিশকে সহায়তা করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা ট্রাফিকের আয়োজনে সচেতনতায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার আব্দুল মজিদ কলেজের শিক্ষার্থীদের নিয়ে কলেজের হল রুমে ট্রাফিক সচেতনতা ও উদ্বুদ্ধকরণ বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।

আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও আইসিটি প্রভাষক জাফর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ ও দিরাই থানার ট্রাফিক ইন্সপেক্টর রমজান, এস আই শাহ আলম,আব্দুল মজিদ কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, ইংরেজি বিভাগের প্রভাষক মনিরা খাতুন।

সভায় আরও বক্তব্য রাখেন,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, দৈনিক হাওরাঞ্চলের কথার দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম ও আব্দুল কলেজের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২২ সেপ্টেম্বর ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন