আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

জাপা নেতা আজম খাঁনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২২ ২১:১৪:৫৯

সিলেট :: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খাঁনের উপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী গ্রেফতারের দাবীতে সিলেট জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার সিলেট নগরীর লালদিঘীর পাড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা মাকের্ট পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট জেলার সদস্য সচিব আবুল কালাম তাপাদারের সভাপতিতে ও কেন্দ্রীয় ছাত্রসমাজের সদস্য জয়নুল আবেদীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ বলেন, ‘পরিছন্ন একজন রাজনীতিবিদকে এভাবে যদি সন্ত্রাসী হামলা করা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে। কার কাছে বিচারের দাবী জানাবে। যারা এ ধরনের ন্যক্করজনক ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক মারুফ আহমদ তালুকদার, জুবের আহমদ, শাহজাহান আহমদ, সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সুমন আহমদ, এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাকারিয়া আহমদ জাক্কু, সুবেদ আহমদ, আলী হোসেন, মোহাম্মদ আলী, কিবরিয়া চৌধুরী, ইছমত আলী, সাজু আহমদ, ফজির আহমদ, মকবুল হোসেন চৌধুরী, সিহাব উদ্দিন, তুহিন আহমদ, আনোয়ার আহমদ, জাকির হোসেন, পাবেল আহমদ, সাগর আহমদ,শামীম আহমদ, রাজা আহমদ, শ্রী পান্না দে ঝলক, ফয়সল আহমদ, মো. আব্দুল্লাহ, রুবেল আহমদ, আহমদ হাসান শাহান, জাহাগীর আলম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২২ সেপ্টেম্বর ২০১৮/এসএ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন