আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সিকৃবি'র পঞ্চম ভিসি হলেন ড. মো. মতিয়ার রহমান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৪ ১৭:১৪:২৯

সাইফুর রহমান, সিকৃবি প্রতিনিধি :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের  (সিকৃবি) পঞ্চম ভাইস-চ্যান্সেলর হিসাবে নিয়োগ পেয়েছেন ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ শিক্ষক হিসেবে তিনি প্রথম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিযুক্ত হয়েছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী  তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়  এবং  উপাচার্যের পদের সব সুযোগ-সুবিধা তিনি ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

উল্লেখ্য,  তিনি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম শাহি আলমের স্থলাভিষিক্ত হবেন ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

সিলেটভিউ২৪ডটকম/২৪ সেপ্টেম্বর ২০১৮/সার/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন