আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে সিলেটে মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৫ ১৮:৫২:১৫

জ্যেষ্ঠ প্রতিবেদক :: বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসর আগামী ১ অক্টোবর সিলেটে শুরু হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুমেরী জামান। সভায় বঙ্গবন্ধু গোল্ডকাপের বিভিন্ন বিষয় ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। গ্রুপপর্বের ছয়টি খেলা সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে গৃহিত পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম।

সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ।

সভায় উপস্থিত ছিলেন সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবজিৎ সিনহা, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমীন, এনএসআই-সিলেট এর উপ-পরিচালক জিয়াউল কাদির, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট ডিএসবি এর সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান খান, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, জকিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদুল করিম, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর প্রতিনিধি ডা. মো. আকছার উদ্দিন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর সহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম, সিটি কর্পোরেশন এর প্রতিনিধি সহকারী প্রকৌশলী আবদুস ছোবহান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর প্রতিনিধি ১৯ ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক মিজানুর রহমান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম, বিকেএসপি-সিলেট এর প্রতিনিধি মো. শাহিনুল হক, সিভিল সার্জন, সিলেট এর প্রতিনিধি ডা. মো. মঈনুল আহসান, সিলেট জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২৫ সেপ্টেম্বর ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন