আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: অর্থ প্রতিমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৫ ২২:২৯:২৮

সুনামগঞ্জ প্রতিনিধি :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, রাস্তাঘাটসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যা বিশ্বের কাছে রোল মডেল।’

তিনি বলেন, ‘একটি বিচ্ছিন্ন গোষ্ঠী শেখ হাসিনার সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বাংলাদেশকে আবার টেনে নিচে নামাতে চায়। সরকারের উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে আবার শেখ হাসেনাকে ক্ষমতায় আনতে হবে।’

মঙ্গলবার বিকাল ৫টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার  আহ্বায়ক মোহাম্মদ  হারুন রশীদের সভাপতিত্বে এসময় তিনি বলেন, ‘শিক্ষা মানুষের প্রারম্ভিক বিষয়। সরকার শিক্ষার উন্নয়নে যে কাজ করছে তার অন্যতম অংশিদার হচ্ছেন শিক্ষক সমাজ। তাই শিক্ষকদের দাবিদাওয়া সরকার গুরুত্ব সহকারে দেখচ্ছেন।’

প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাসের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার বরকতুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এন. এনামুল কবীর ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হারুণ অর রশীদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানান বালা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির উপদেষ্ঠা ও তাঁতী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সামছুদ্দিন মাহমুদ, সিনিয়র যুগ্ম সম্পাদক প্রমথেশ দত্ত ও আব্দুল কাদের প্রমুখ।

পরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষ রোপণ অভিযান ও ফলদ মেলার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী।

সিলেটভিউ২৪ডটকম/২৫ সেপ্টেম্বর ২০১৮/এসএনএ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন