আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

লায়ন্স ক্লাব সিলেটের সেবা মাসের এগার তম দিন পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১১ ১৮:২৩:৪৬

সিলেট:: লায়ন্স ক্লাব অব সিলেটের ‘অক্টোবর সেবা মাস-২০১৮’ এর এগার তম দিনের বিভিন্ন কর্মস‚চী পালন করা হয়েছে। দিনব্যাপী এসব কর্মসূচীর মধ্যে ছিলো বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ডেন্টাল ক্যাম্প, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান।

বৃহস্পতিবার সকালে শহরের চৌকিদেখীস্থ আনোয়ারা মতিন একাডেমিতে শিক্ষার্থীদের ফ্রি ডেন্টাল চিকিৎসা দেওয়া হয়। এছাড়া একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। তাছাড়া একাডেমির শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট লায়ন ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স শিশু হাসপাতালের সাবেক চেয়ারম্যান লায়ন এম এস জামান চৌধুরী বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অক্টোবর সেবা মাসের আহবায়ক লায়ন আবদুল হামিদ, ক্লাব সেক্রেটারি লায়ন এম মুহিতুর রহমান, ট্রেজারার লায়ন হুমায়‚ন কবীর, জয়েন্ট ট্রেজারার লায়ন মুছাব্বির মো. মুসা ও ফজলুল বাছিত বেলাল, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক গোলাম রসুল, প্রশাসনিক কমকর্তা মো. শামসুল হক পাঠান, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আজিজুল হক প্রমুখ

সিলেটভিউ২৪ডটকম/১১ অক্টোবর ২০১৮/প্রেবি/ এএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন