আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১১ ২০:১৬:৫২

সিলেট :: সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম আহমদ ফলিক বলেছেন, সুর্যোদয় থেকে সুর্যাস্ত পর্যন্ত পরিবহণ শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে যাত্রী সাধারণের সেবা করে যান। দেশের অর্থনীতিতে পরিবহণ সেক্টর বড় ধরণের ভূমিকা রেখে চলেছে। সে সব শ্রমিকদের উপর জুলুম নির্যাতন ও অন্যায় কালাকানুন মেনে নেওয়া যাবেনা। তিনি বলেন, সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখে সকল মামলায় জামিনযোগ্য বিধান সন্নিবেশনের দাবি সারা দেশের পরিবহণ শ্রমিক সমাজের। তাছাড়া ৫ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, সড়ক দুর্ঘটনার তদন্তে শ্রমিক মালিক প্রতিনিধি অন্তর্ভুক্তকরণ, পুলিশের অহেতুক হয়রানী বন্ধ, ওয়েস্কেলে জরিমানার পরিমাণ কমানো ও কারাদণ্ডবাতিল সহ শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল পরিবহণ শ্রমিকদের রাজপথের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সেলিম আহমদ ফলিক বৃহস্পতিবার সকাল ১১টায় দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কে সড়ক পরিবহণ আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থি ধারা বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
 
মানববন্ধনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মো. রুনু মিয়া, সহ সভাপতি শাহ জামাল আহমদ, সাধারণ সম্পাদক মো. রকিব উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিম, সহ সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলাম ময়না, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসনাত, প্রচার সম্পাদক শেখ সোনাফর আলী লাকী, কোষাধ্যক্ষ মো. সামসুল হক মানিক, সদস্য মো. হারিছ আলী, মো. আতিকুর রহমান, মো. হাফিজুর রহমান, মো. বেলাল আহমদ, মো. সুয়েব আহমদ, মকবুল হোসেন বাদল প্রমুখ।

তাছাড়াও উপ-কমিটির সকল সভাপতি সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১১অক্টোবর ২০১৮/প্রেবি/আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন