আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৫ ১৫:৫৯:০৯

মৌলভীবাজার প্রতিনিধি :: “টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসম্মত  স্যানিটেনশন” এই স্লোগানকে নিয়ে মৌলভীবাজারে জাতীয় স্যানিটেনশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেছে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

সোমবার সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে এক পথ সভায় মিলিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মাহবুবুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব উদ্দিন আহমেদ, জেলা প্রথমিক শিক্ষা অফিসার মো. বায়েজীদ খান, ব্রাকের জেলা প্রতিনিধি আরিফুর রহমান, ব্র্যাক ওয়াশ কর্মসূচি জেলা ব্যবস্থাপক সুলতানা আক্তার প্রমুখ।

এ সময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামনে হাত ধোয়ার নিয়ম প্রদর্শন করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৮/ওফানা/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন