আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে বিএনপির বিরুদ্ধে আরেক মামলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৬ ২২:১৪:৫৫

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটে বিএনপির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাথে পুলিশের সংর্ঘষ ঘটনায় ৪৪ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলায় মিছিল থেকে গ্রেফতার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা মওদুদুল হকসহ ৪৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- মওদুদুল হক মওদুদ, মিফতাহ সিদ্দিকী, সাইদুর রহমান, সেলিম আহমদ মাহমদ, সোহেল আহমদ, গোলাম আহমদ সেলিম চৌধুরী, আলতাফ হোসেন সুমন, ফজলে রাব্বি আহসান, তোফায়েল আহমেদ, এনামুল হক, তানভীর আহমদ চৌধুরী, আশরাফ উদ্দিন রাজিব, সুদীপ জ্যোতি এ্যাষ, রাসেল আহমদ, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন রাজু, বোরহান আহমদ রাহের, ইমরান আহমদ চৌধুরী, রাইসুল ইসলাম সনি, ময়নুল ইসলাম, জুবের আহমদ জুবের, মনতাজ হোসেন মুন্না, রুবেল আহমদ, চৌধুরী মো. সোহেল, আফছর খান, ইমদাদুল হক স্বপন, মাসুক আহমদ, কবির আহমেদ উজ্জল, হোসাইন আহমদ, ছদরুল ইসলাম লোকমান, আবু কাহের রাশেদ, আব্দুর মোতাকাব্বির সাকি, মিরাজ ভূইয়া পলাশ, সুহেব আহমদ, শাকিল মোর্শেদ, নাবির রাজা চৌধুরী, দেলোয়ার হোসেন দিনার, মাহবুবুল আলম সৌরভ, দুলাল রেজা, আলী আকবর রাজন, মাশরুর রাসেল, আব্দুল খালিক মিল্টন, বদরুল আজাদ রানা, দেওয়ান রেজওয়ান আহমদ।

কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ সেলিম মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মামলায় মওদুদুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৬ অক্টোবর ২০১৮/আইএ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন