আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে নিরব তৎপরতায় বিএনপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৭ ০০:৫১:১১

রফিকুল ইসলাম কামাল :: দলের ইতিহাসে রেকর্ড সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। আগামী কয়েক মাসের মধ্যে হচ্ছে আরেকটি জাতীয় নির্বাচন। দলের সর্বোচ্চ ব্যক্তি খালেদা জিয়াকে জেলে রেখে এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে দণ্ডাদেশ মাথায় নিয়ে বিএনপি সেই নির্বাচনে যাবে কিনা-তা এখনও সুরাহা না হওয়ায় সিলেট বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী মাঠে নামতে পারছেন না। এর সাথে যোগ হয়েছে মামলার ফাঁদও। এরকম অবস্থায় নির্বাচনী মাঠে অনেকটা ব্যাকফুটে থাকলেও সিলেটে নিরব তৎপরতা চালাচ্ছে বিএনপি।

বিগত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর আন্দোলন করতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে বিএনপি। সিলেটসহ সারাদেশে শত শত মামলায় আসামি হন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। সারাদেশের মতো সিলেটেও বেহাল হয়ে পড়ে দলটির সাংগঠনিক অবস্থা। সাম্প্রতিক সময়ে বিএনপি নিজেদের সাংগঠনিক অবস্থা কিছুটা সংহত করলেও নির্বাচন নিয়ে আশা-নিরাশায় দোলছেন দলটির নেতাকর্মীরা।
বিএনপি নেতাদের অভিযোগ, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘হয়রানি করার উদ্দেশ্যে’ একের পর এক মামলা করা হচ্ছে। সরকার প্রশাসনকে ‘কাজে লাগিয়ে’ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করাচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করছে। এমনকি তাদেরকে ‘শান্তিপূর্ণ’ কর্মসূচি পালনেও মাঠে নামতে দিচ্ছে না ‘সরকারের আজ্ঞাবহ’ প্রশাসন।
বিএনপিদলীয় সূত্র জানায়, একাদশত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর বিএনপির নিরব তৎপরতা রয়েছে। সিলেট বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তই নেবে বিএনপির হাইকমান্ড। এজন্য সিলেটের ছয়টি আসনে নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম চালানো হচ্ছে।
সূত্র জানায়, নির্বাচনের জন্য সিলেটের সকল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি। অন্যদিকে মহানগর বিএনপি তাদের আওতাধীন ২৭টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদেরও একই রকম নির্দেশনা দিয়েছে। নির্বাচনে সিলেটের ছয়টি আসনেই কেন্দ্রভিত্তিক কমিটি গঠন, এজেন্ট নিয়োগ প্রভৃতি বিষয় নিয়েও কার্যক্রম চালানো হচ্ছে।
বিএনপি নেতারা বলছেন, ‘কৌশলগত’ কারণে সিলেটে বিএনপি প্রকাশ্যে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে না। তবে নির্বাচনের প্রস্তুতি তারা নিরবেই গ্রহণ করছেন। এক্ষেত্রে দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উজ্জীবিত রয়েছেন বলে দাবি দলটির নেতাদের। তারা এও বলছেন, নির্বাচনী প্রস্তুতির সাথে সাথে আন্দোলনের প্রস্তুতিও নেয়া হচ্ছে পুরোদমে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ সিলেটভিউকে বলেন, ‘বিএনপি হচ্ছে গণমুখী গণতান্ত্রিক দল। আমাদের সকল কর্মসূচির লক্ষ্য থাকে জনগণের মনয় জয় করা। জনগণের মন জয় করতে পারলে আমরা আন্দোলনে বিজয়ী হবো, নির্বাচনেও বিজয়ী হবো। আমরা যেসব কর্মসূচি পালন করি, এসব কর্মসূচির সাথে নির্বাচনের বিষয়টি জড়িত। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা গোটা সিলেটে দলের সাংগঠনিক অবস্থা আরো সুদৃঢ় করার চেষ্টা চালাচ্ছি।’
তিনি বলেন, ‘প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা মাঠে আছি। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও বাধা দিচ্ছে সরকারের আজ্ঞাবহ প্রশাসন। নেতাকর্মীদের হয়রানি করতে অযথাই মামলা দেয়া হচ্ছে।’
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক সিলেটভিউকে বলেন, ‘আন্দোলন এবং নির্বাচন দুটির প্রস্তুতিই আমরা গ্রহণ করছি। সিলেট সিটি করপোরেশন নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হওয়ায় আমরা জাতীয় নির্বাচনের কাজে অনেকটাই এগিয়ে আছি। আমাদের কেন্দ্রভিত্তিক কমিটি আছে, এজেন্টও আছে। নির্বাচন ঘনিয়ে এলে এবং বিএনপি সে নির্বাচনে অংশগ্রহণ করলে এসব কিছু চূড়ান্ত করা হবে।’
সিলেটভিউ২৪ডটকম/১৭ অক্টোবর ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন