আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ইং

মানুষ সেবার মাধ্যমে দূর্গাউৎসবের আনন্দ পাওয়া যায়: এড: মৃত্যুঞ্জয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৭ ১৭:২৯:২০

সিলেট :: বাংলাদেশ পুজা উদয়াপন পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যাগে অষ্টমী-তে চন্দনটিলা সার্বজনীন পুজা মন্ডব এ দরিদ্র মহিলাদেরকে শাড়ী বিতরণ করা হয়েছে। বুধবার(১৭ অক্টোবর) সকাল ১১ টায় সদর উপজেলার বালুচরস্থন চন্দন টিলা সার্বজনীন পুজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপে শাড়ী বিতরণ হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদয়াপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই সাধারণ মানুষ সেবার মাধ্যমে শারদীয় দূর্গাউৎসবের পূর্ণাঙ্গ আনন্দ পাওয়া যায়। তিনি সকলকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।

বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদয়াপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ পূজা উদয়াপন পরিষদ সিলেট সদর উপজেলা সভাপতি নিলেন্দ্র দে অনুপ, সাধারণ সম্পাদক রাজু গোয়ালা, গোবিন্দ লাল দে টুটুল, লিটন কর, অরুন দেবনাথ, জীবন গোয়ালা, অরুন মাল, মিলন ওরাও, শিপা ওরাও, মারথি ওরাও প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৭ অক্টোবর ২০১৮/প্রেবি/আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন