আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৮ ০০:০৯:১৪

সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি:: বিয়ানীবাজারের জলঢুপ-কানলী সড়কে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় বড়লেখার মুড়াউল এলাকার সাবেক ইউপি সদস্য ফখর উদ্দিন নিহত হয়েছেন। বুধবার রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।


জানা যায়, বিয়ানীবাজারের জলঢুপ-কানলী সড়কের বড়বাড়ি এলাকায় এক বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

পুলিশের ধারণা, বিপরীত দিক থেকে আসা গাড়ীর সাথে ফখর উদ্দিনের মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলে নিহত হন। তার মাথায় আঘাত লেগেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে ক্ষতিগ্রস্থ অংশে সবুজ রঙ লেগে আছে। এতে ধারণা, মোটরসাইকেলটি ব্যাটারি চালিত সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লেগেছে।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অবনী শংকর কর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

সিলেটভিউ২৪ডটকম/ ১৮ অক্টোবর ২০১৮/ এসএ/ কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন