আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ইং

আমরা একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই: ড. মোমেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৮ ০১:৫৯:১৬

সিলেট:: জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাস্ট্রদূত ড. একে আব্দুল মোমেন বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই। তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে। 


তিনি বলেন, সোনার বাংলা হলো উন্নত সমৃদ্ধ অর্থ নৈতিক স্থিতিশীল অসম্প্রদায়ীক একটি বাংলাদেশ। যেখানে ধণী-গরীবের আকাশ সম ফারাক থাকবেনা। সকল জনগনের সমান অধিকার নিশ্চিত হবে। অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে।

বুধবার বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দেবপুর সার্বজনীন পুজা মান্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। এ সময় সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুম চৌধুরী, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফচ্ছর আহমদ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম (টুনু মিয়া), মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, আব্দুল মছব্বির মেম্বার, প্রবাসী কয়েস আহমদ, আবুল হোসেন, প্রহল্লাদ, পীযুষ কান্তি, রতন, ফখরুল ইসলাম, যুবলীগ নেতা আবুল হাসনাত, জামাল, রুবেল, সোহেল, নজরুল, লুতফুর, আইন উদ্দিন, আজাদুর রহমান সেনাজ, সুমন, তুহিন, মিলন রায়, ফরিদ আহমদ, স্বপন প্রমুখ। 

পরে ড. একে আব্দুল মোমেন ইউনিয়নের অন্যান্য পুজা মান্ডপ পরিদর্শন করেন।

সিলেটভিউ২৪ডটকম/ ১৮ অক্টোবর ২০১৮/ প্রেবি/ কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন