আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুরমার নিয়ামতপুর এলাকার উসমান গণির জানাজা সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২০ ২৩:০৫:৩৭

সিলেট :: সিলেটের বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব, দক্ষিণ সুরমার নিয়ামতপুর এলাকার বাসিন্দা উসমান গণির নামাজে জানাজা শনিবার মকন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দুপুর ৩টায় অনুষ্ঠিত হয়েছে।


জানাযার পূর্বে শেখ আবুল হাসনাত বুলবুলের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন ও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সিলেট-৩ আসনের এম.পি মাহমুদুস সামাদ কয়েছ, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, মোল্লারগাও ইউনিয়নের চেয়্যারম্যান শেখ মকন মিয়া, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বরইকান্দি ইউপি চেয়্যারম্যান হাবিব হোসেন, টুকেরবাজার ইউপি চেয়্যারম্যান আব্দুস শহীদ, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, এডভোকেট রফিকুল হক, বিশিষ্ট মুরব্বি গোলাম হোসেন, বরইকান্দি ইউপির সাবেক চেয়্যারম্যান রইছ আলী, সাবেক তেতলী ইউপি চেয়্যারম্যান ময়নুল ইসলাম, দৈনিক কাজির বাজার পত্রিকার সম্পাদক আফসর উদ্দিন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শাহ মোদাব্বির, মামুন খাঁ, সুহেদ আফকল খাঁন, বখতিয়ার আহমদ ইমরান, ডা. ময়নুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা ডা. রকিবুল হাসান জুয়েল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সিটি কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, জুনেদ আহমদ, ইমতিয়াজ আহমদ জগলু প্রমুখ।

পরিবারের পক্ষ বক্তব্য রাখেন- মরহুমের সহোদর জামাল উদ্দিন, জামাতা ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শেখ মো. আবু সাঈদ। 

সিলেটভিউ২৪ডটকম/ ২০ অক্টোবর ২০১৮/ প্রেবি/ কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন