আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বানিয়াচংয়ে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২২ ১৬:২২:৩৮

বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন করেছেনে শিক্ষার্থীরা। 

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে \'জাতীয় নিরাপদ সড়ক দিবস\' উপলক্ষ্যে উপজেলার ২০৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে একযোগে মানববন্ধন কর্মসূচী পালন করেন।

উপজেলার প্রাথমিক, মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার ৭৫ হাজার ৬২৯ জন শিক্ষার্থী এ  মানববন্ধনে অংশ নিয়েছেন।
এদিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন।

উপজেলা প্রশাসন ও স্কাউট কমিটির মানববন্ধনের ডাক দেন। সড়ক দূর্ঘনা রোধে সচেতনতা সৃষ্টির লক্ষে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে লিপলেট বিতরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জীর সভাপতিত্বে ও মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের সঞ্চালনায় বক্তব্যে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম, সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধক্ষ্য আতাউর রহমান, উপজেলা স্কাউট কমিটির সেক্রেটারি আবু তাহের, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, আলী সরকারি কলেজের শিক্ষক ফয়সল আহমেদ, আদর্শ স্কুলের শিক্ষক সাইদুর চৌধুরী সুমন, সুরভী স্কুলের প্রধান শিক্ষক অপূর্ব চন্দ্র, যশকেশরী স্কুলের প্রধান শিক্ষক ফারুক মিয়া, ছিলাপাঞ্চা স্কুলের প্রধান শিক্ষক সুরুজ মিয়া, সুরভী স্কুলের সহকারী শিক্ষক শফউল আলম খান প্রমূখ।




সিলেটভিউ২৪ডটকম/২২ অক্টোবর ২০১৮/জেইউ/এলএস

শেয়ার করুন

আপনার মতামত দিন