আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

‘সিলেট-৬ আসনে বিএনপি ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৬ ২০:৫৪:৪৫

সিলেট:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যেকোন একনিষ্ঠ নেতাকে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ধানের শীষ প্রতীক দিতে জোর দাবী জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা বিএনপি। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির দায়িত্বশীল পর্যায়ের বিশেষ সভা থেকে এ দাবী জানানো  হয়। বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির ঘাটি। এখানে বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রার্থী দিলে ভরাডুবি ঘটবে। তাই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সিলেট-৬ আসন উপহার দিতে হলে এখানে অব্যশই বিএনপির প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দিতে হবে।

সভা শেষে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুলকে জানান, সিলেট-৬ আসনে বিএনপির পরীক্ষিত ও জনপ্রিয় প্রার্থী থাকা সত্বেও যদি নমিনেশন নিশ্চিত করা না হয় তাহলে এ আসনটি হাতছাড়া হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে।এজন্য আমরা ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত করতে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীক দেয়ার জন্য কেন্দ্রীয় বিএনপি তথা ২৩ দলীয় জোটের প্রতি জোর দাবী জানানো হয়েছে।

জেলা বিএনপির সহ সভাপতি পুতুল বলেন, সিলেট-৬ আসনে জামায়াতের নিজস্ব তেমন ভোট নেই। বিগত দু’টি নির্বাচনে বিএনপি ভোট দেয়ার পরও মাওলানা হাবিবুর রহমানের প্রাপ্ত ভোট তার প্রমাণ বহন করে। অন্যদিকে বিএনপির যেকোন একজন নেতার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেয়া হলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এ আসন পুনরুদ্ধার করতে পারবো।

দলের গুরুত্বপূর্ণ এ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, কছির আলী, মুজিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ, সহ সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, দপ্তর সম্পাদক কামাল আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১১ নভেম্বর ২০১৮/প্রেবি/এএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন