আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জ-৩: আ.লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন মৎস্যজীবীলীগ নেতা ইসলাম আলী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৯ ১৮:৫৭:২০

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন “জাল যার জলা তার” নীতির অন্যতম প্রধান প্রবক্তা বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক কেন্দ্রীয়সহ সভাপতি, সুপ্রীমকোর্টের আইনজীবি ইসলাম আলী। আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান। বিগত ৪ মাস যাবত মাঠ পর্যায়ে গনসংযোগ করে যাচ্ছেন।

সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক, জাতীয় মৎস্যজীবী সমিতি কেন্দ্রীয়  কমিটির সভাপতি ইসলাম আলী বলেন, “জাল যার জলা তার” সঙ্গে বাংলাদেশের ১ কোটির ও অধিক মৎস্যজীবীর জীবন জীবিকা জড়িত। তাদের অধিকাংশই নৌকার সমর্থক কিন্তু সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব নাই। মৎস্যজীবীরা সংসদে তাদের প্রতিনিধিত্ব চায়। তাই তাদের চাওয়া ও সমর্থন নিয়েই আমি মৎস্যজীবী অধ্যূষিত বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের-৩ আসনে আমার জন্মস্থান হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার ইচ্ছায় মনোনয়ন পত্র দাখিল করেছি। আমি মনে করি আমার মনোনয়ন বাংলাদেশের এক কোটির ও অধিক মৎস্যজীবী তথা বৃহত্তর ও সিলেটের ১২ থেকে ১৫ লক্ষ মৎস্যজীবীদের মধ্যে নৌকার সমর্থনে অধিকতর উদ্দীপনা সৃষ্টি করবে। তাই নির্বাচনের সামগ্রীক স্বার্থে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা এ ব্যাপারে তাঁর সু-বিবেচনা প্রসূত সিদ্ধান্ত প্রদান করিবেন।

সিলেটভিউ২৪ডটকম/১৯ নভেম্বর ২০১৮/সাহাসু/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন