আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

প্রথমবারেরর মত মঞ্চনাটক নিয়ে উৎসবে যাচ্ছে থিয়েটার মুরারিচাঁদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৬ ১৯:০৮:৫৭

আশরাফ আহমেদ, এমসি কলেজ :: দেশে প্রথমবারের মতো অয়োজিত ক্যাম্পাস থিয়েটার উৎসব-২০১৮ তে অংশ নিতে ঢাকা যাচ্ছে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদ।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় কলেজ ক্যাম্পাসে থিয়েটার মুরারিচাঁদ মহড়া কক্ষে অায়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সম্পাদক প্রফেসর শামীমা চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান- সরকারি বাঙলা কলেজ যুব থিয়েটারের আয়োজনে শিল্পকলা একাডেমীতে তিনদিনব্যাপী ক্যাম্পাস থিয়েটার উৎসবে অংশগ্রহণ করার জন্য থিয়েটার মুরারিচাঁদকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন এবং নন্দন মঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের শেষদিন বিকাল ৫টায় রৃপ ও অরুপের আখ্যানে নির্মিত ‘রঙমহাল’ নাটক মঞ্চায়ন করবে থিয়েটার মুরারিচাঁদ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ উৎসবে দেশের বাছাইকৃত সেরা ১২টি থিয়েটার সংগঠন অংশ নিবে। সিলেট থেকে একমাত্র সংগঠন হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছে থিয়েটার মুরারিচাঁদ।

কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ ও উপাধ্যক্ষ প্রফেসর সালেহ অাহমদ থিয়েটার কর্মীদের সফলতা কামনা করেছেন।

ক্যাম্পাস থিয়েটার উৎসবের সহযোগিতায় থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও পিপলস থিয়েটার এসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাট্যনির্দেশক ইয়াকুব অালী, বিধান সিংহ, সংগঠনটির অাহ্বায়ক ফাহিমদা এলাহী বৃষ্টি, সদস্য সচিব দেবদাস চক্রবর্ত্তী ও এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি সভাপতি সোহেল অাহমদ।

সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৮/প্রেবি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন