আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

এনইইউবিতে সিএসই সোসাইটির উদ্যোগে ‘রবো ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১২ ১৬:৫৫:৪৮

সিলেট :: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর তেলিহাওরস্থ ক্যাম্পাসে এনইইউবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সোসাইটির উদ্যোগে ‘রবো ফেস্টিভ্যাল-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আতফুল হাই শিবলী ‘রবো ফেস্টিভ্যাল-২০১৮’ এর  উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, প্রফেসর ড. তোফায়েল আহমদ, এ্যাপ্লায়েড সোসিওলোজি ও সোস্যাল ওয়ার্ক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আবুল হাসানাত ইবনে আবেদীন, প্রক্টর ও সহাকরী অধ্যাপক রথিন্দ্র চন্দ্র গোপসহ  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। 

উক্ত ফেস্টিভ্যালে সিএসই বিভাগসহ নর্থ ইস্ট ইউনিভাসিটি বাংলাদেশের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ২০টি টিম অংশ গ্রহন করে। ফেস্টিভ্যালে তিনটি বিষয় ছিল (১) রবো সকার (২) রবো ওযাল-ই ও (৩) জিগজাগ গেইম। ফেস্টিভ্যালে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শিক্ষার্থীদের তৈরী রবোটগুলোর বিভিন্ন কাজে পারদর্র্শীতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।   


সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৮/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন