আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

নগরীর বোরহানবাগ এলাকায় দুই ‘ডাকাতকে’ গণপিটুনি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৩ ১০:৩০:৩০

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর বোরহানবাগ এলাকায় দুই ‘ডাকাতকে’ গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়। বুধবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এলাকার মসজিদে মাইকিং করে ডাকাত প্রতিরোধে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ২ ডাকাতকে আটক করে পুলিশ।

আটককৃত ‘ডাকাত’ সিলেট নগরীর বোরহানবাগ এলাকার আব্দুল কাদিরের ছেলে সজল (৩৩) ও নগরীর শিবগঞ্জ সোনারপাড়া এলাকার নবারুন ৩৫৫নং বাসার মো. রহমান মিয়ার ছেলে মো. ইমন আহমদ (২৩)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার উপ পরিদর্শক (এসআই) জোস্না বেগম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন ডাকাত একটি সিএনজি যোগে অস্ত্রশস্ত্র নিয়ে নগরীর বোরহানবাগ এলাকায় প্রবেশ করেছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ও স্থানীয় জনতাসহ বোরহানবাগ এলাকা থেকে পালানোর সময় পুলিশ তাদের কে আটক করে।

তিনি আরো বলেন, আটককৃত আব্দুল কাদিরের ছেলে সজল(৩৩) সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আটকের আগে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ডিসেম্বর ২০১৮/আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন