আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জ-১: মুখোমুখি দুই আ.লীগ মন্ত্রীপুত্র

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৪ ০০:০৭:৩৬

কাজল সরকার, হবিগঞ্জ :: জমে উঠেছে সাবেক দুই মন্ত্রীর ছেলের লড়াই। একজন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া ছেলে ড. রেজা কিবরিয়া। আর অপরজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ছেলে শাহ্ নেওয়াজ মিলাদ গাজী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ড. রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী এবং মিলাদ গাজী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী।

দু’মেরু থেকে একে অন্যের মুখোমুখি হলেও দু’জনই একই এলাকার বাসিন্দা। তাছাড়া ড. রেজা ও মিলাদ গাজীর পারিবারিক রাজনৈতিক দর্শনও অভিন্ন। কারণ মিলাদ গাজীর পিতা মরহুম ফরিদ গাজী যেমন ছিলেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী। ঠিক তেমনিভাবে মরহুম কিবরিয়া ছিলেন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী। এ অবস্থায় নির্বাচনী এলাকাসহ সমগ্র জেলায় তাঁরা এখন ব্যাপকভাবে আলোচিত।

এলাকার সচেতন মহল মনে করেন, দু’জন প্রার্থীর পিতারই রয়েছে সোনালী রাজনৈতিক অতীত। যার ইতিবাচক প্রভাব পড়তে পারে ভোটের মাঠে। যে কারণে দু’জনের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল। তবে তাঁরা দু’জনই নির্বাচনে নতুন মুখ হলেও জনপ্রিয়তায় কমতি নেই। পিতার পরিচয়ে পরিচিত এই দুই প্রার্থী এলাকায় ক্লীন ইমেজের অধিকারী।

এদিকে, ইতোমধ্যে আওয়ামী লীগ প্রার্থী শাহ্ নেওয়াজ মিলাদ গাজী এলাকায় প্রচার প্রচারণা চালালো ঐক্যফন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়া এখন কেন্দ্রে অবস্থান করছেন। তবে এ ব্যাপারে তাঁর কর্মী সমর্থকরা বলছেন মনোনয়পত্রে ত্রুটি থাকার কারণে ঝড়ে পরেও আইনী জটিলতা কাটিয়ে আবার তিনি নির্বাচনের মাঠে ফিরে এসেছেন। তাই তাকে কয়েকদিন কেন্দ্রে অবস্থান করতে হচ্ছে। তবে শীঘ্রীই তিনি তাঁর প্রাণপ্রিয় জনগণের কাছে ফিরে আসবেন।

তবে জয়ের দিক থেকে দু’জনই আশাবাদি। পিতার জনপ্রিয়তা আর নিজেদের যোগ্যতায় জয় চিনিয়ে আনতে পারবেন বলে দুই প্রার্থীই শতভাগ আশাবাদি।

এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী শাহ্ নেওয়াজ মিলাদ গাজী বলেন- ‘আমার বাবা দীর্ঘদিন এখানে জনগণের জন্য কাজ করে গেছেন। এই জনপদের পরিবর্তন ঘটিয়েছেন আমার পিতা। তাছাড়া এই জনপদের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও উন্নয়ন মুগ্ধ এবং জনগণ আমাকে অনেক ভালোবাসে, তাই আমার জয় সু-নিশ্চিত’।

এ ব্যাপারে জাতীয় ঐক্যফন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেন- ‘এখানে আমার দাদা ও নানার বাড়ি। তাই এ এলাকার জনগণের সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে। তাছাড়া হবিগঞ্জের জনগণ ছিল আমার বাবার প্রাণপ্রিয়। আমার বাবাকেও এখানকার মানুষ খুব ভালোবাসত। কিন্তু দূবৃত্বরা আমার বাবাকে জনগণের কাছ থেকে চিনিয়ে নিয়েছে।

তিনি বলেন- যদিও আমি আমার বাবার আসন থেকে নির্বাচন করিনি। কিন্তু জনগণের ইচ্ছায় আমি এ আসন থেকে নির্বাচন করছি। তাই সুষ্ট নির্বাচন হলে জয় আমারই হবে। এতে কোন সন্ধেহ নেই।

তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের কর্ণধার তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। এছাড়াও এ আসন থেকে লড়ছেন, মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙ্গল), চৌধুরী ফয়সল শোয়েব (মই), মো. নূরুল হক (গামছা), জুবায়ের আহমেদ (মোমবাতি)।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৮/কেএস/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন