আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

প্রণব জ্যোতি পালের দিনভর গনসংযেগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৪ ১৭:২৭:৫৪

সিলেট :: সিলেট-১ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরা তাদের শিক্ষা, লেখনী, চিন্তা, শিক্ষা-সংস্কৃতির মাধ্যমে দেশকে পৌছে দিয়েছেন স্বাধীনতার দ্বারপ্রান্তে। মানুষের প্রত্যাশা ছিল স্বাধীন বাংলাদেশে বুদ্ধিজীবীদের চিন্তাচর্চা, মননশীলতা, অগ্রসরমানতা দিকে এগিয়ে যাবে। কিন্তু শাসকগোষ্টির ভ্রান্ত নীতির কারণে তা হয়নি। তাই আজকে তরুন প্রজন্মকে জ্ঞান, মেধা,মননের চর্চা ও উন্নত চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।

জননেতা প্রণব জ্যোতি পাল বাসদ সিলেট আয়োজিত মহান বুদ্ধিজীবী দিবসের (১৪ ডিসেম্বর) আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন।

বাসদ জেলা সমন্বয়ক ও প্রণব জ্যোতি পাল এর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরি  সুমন, নাজিকুল ইসলাম রানা, মামুন বেপারি, পাপ্পু চন্দ, সঞ্জয় শর্মা প্রমুখ।

আলোচনা সভা শেষে মিছিলসহকারে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ এ পুষ্পস্তবক অর্পণ  করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে দিনভর চৌহাট্টা,  আম্বরখানা, তারাপুর চা বাগান, কালিবাড়ী এলাকায়  মই মার্কার সমর্থনে ব্যাপক গনসংযোগ  করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৮/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন