আজ বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ ইং

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৪ ১৯:১০:৩৭

সিলেট :: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা  ১৪ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাতিত্বে ও সহকারী কমিশনার ভ‚মি খালেদা খাতুন রেখার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আমিরুল আলম খান, উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্য ব্রত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার মুসলিমা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরীফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মন্তাকিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহমদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছমির উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহবুব ইফতেকার চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা তন্ময় আদিত্য, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুবল চন্দ্র পাল প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় উপজেলা প্রশসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক দোয়া অনুষ্ঠিত হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৮/প্রেবি/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন