আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জ-২ : অবশেষে ‘ধানের শীষ’র পক্ষে মাঠে নামছেন বিএনপি নেতাকর্মীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৫ ২৩:১৬:৪৯

হবিগঞ্জ প্রতিনিধি : সকল অভিমান ভূলে অবশেষে ভোটের মাঠে নামতে যাচ্ছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের বিএনপির নেতাকর্মীরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগে দায়িত্বপ্রাপ্ত) ডা. সাখাওয়াত হাসান জীবনকে দলীয় মনোনয় না দেয়ায় ধানের শীষের প্রচারণা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিএনপি। এমনকি অনেক বিএনপি নেতাকর্মীরা ধানের শীষের বিপক্ষে অবস্থান নেন। অবশেষে শনিবার বিকেলে সকল বেদাবেদ ভ‚লে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হন।

জানা যায়, মনোনয়ন দাখিল ও প্রার্থী বাছাইয়ের পর থেকেই ওই আসনের বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরণের আশঙ্কা বিরাজ করছিল। কে পাচ্ছেন এই আসনের দলীয় টিকেট ? মনোনয়ন দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগে দায়িত্বপ্রাপ্ত) ডা. সাখাওয়াত হাসান জীবন। শেষ পর্যন্ত জোট রক্ষা করতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ২৩ দলীয় জোটের শরীক খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদকে (বড় হুজুর) বানিয়াচং আজমিরীগঞ্জ নির্বাচনী আসনে (ঐক্যফ্রন্ট) জোটের প্রার্থী হিসেবে চুড়ান্ত মনোনয়ন প্রদান করেন।

‘মনোনয়ন পাচ্ছেন না ডা. জীবন’ এমন সংবাদ এলাকায় পৌঁছা মাত্রই নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করতে থাকে। হতাশা নেমে আসে ডা. জীবনের সমর্থকদের মধ্যে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে চা-এর টেবিল পর্যন্ত ক্ষোভ ঝাঁড়তে থাকেন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতারা। এমনকি ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারণা থেকে বিরত থাকেন বিএনপি নেতাকর্মীরা।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভোটের মাঠে ঐক্যফ্রন্টের প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদের ধানের শীষের পক্ষে একাট্টা হয়ে কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতারা।

গতকাল শনিবার বিকেলে এ উপলক্ষে বিএনপি নেতা ডা. সাখাওয়াত হাসান জীবনের ‘হাসান মঞ্জিল’এ দলীয় নেতাকর্মীদের নিয়ে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হন। সভায় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাকদ ডা. সাখাওয়াত জীবনসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সভায় ২৩ দলীয় জোটের প্রার্থী তথা হবিগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদের পক্ষে মান-অভিমান ভুলে কাজ করা জন্য সর্বসম্মতিক্রমে একমত পোষন করে উপস্থিত নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন ডা. জীবন।

সভার এক ফাঁকে ধানের শীষের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ তার দলীয় নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন। সেখানে নিজেদের মধ্যকার আলাপ-আলোচনার পর ডা. জীবনের সাথে কোলাকুলি করেন মাওলানা আব্দুল বাছিত আজাদ।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমদ বলেন- এখানে ব্যক্তি কোনো বিষয় না, মার্কাটা হলো মুখ্য। তবে আমাদের মধ্যে আলোচনা ফলপ্রসু হয়েছে। আমরা অচিরেই চুড়ান্তভাবে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণায় নামব।

সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৮/কেএস/এমকে-এম

শেয়ার করুন

আপনার মতামত দিন