আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৮ ১৯:২৮:০৪

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাইয়ে জমির পানি ছাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার ভুমাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, ওই গ্রামের পঞ্চায়েত প্রধান মহরম আলী ও জজ মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয়াধি নিয়ে পুর্ব বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যা উভয় পক্ষের লোকজন মধ্যে জমি’র পানি ছাড়াকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আহতদের মধ্যে, ইয়াহিয়া মিয়া (২৫), ফারুক মিয়া (৩৫), জয় বাহার (৩৫), আব্দুল মোতালিব (২০), আব্দুস শহীদ (৫০), আব্দুল ওয়াদুদু (৪৮), ওয়াহাব মিয়া (৬৫), শফিকুর মিয়া (৫০), শেফু মিয়া (২০) ও ইমন মিয়া (১৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৮ ডিসেম্বর ২০১৮/কেএস/এমকে-এম

শেয়ার করুন

আপনার মতামত দিন