আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে সিসিক সর্বদা আন্তরিক: আরিফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৭ ১৬:৫০:২৯

সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মানুষ গড়ার কারিগর শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজে সিসিক সর্বদা আন্তরিক। সকল শিক্ষা প্রতিষ্ঠানের মত দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজ অচিরে শুরু হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। পরিপূর্ণ শিক্ষা অর্জনা করে আগামীতে দেশের নেতৃত্ব দেয়ার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান।

মেয়র আরিফ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিসিকের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ তৌফিক বকস লিপন, ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম ইসরাইল আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রী নূরিয়া জান্নাত আদুরী।

সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেনের পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম, হাফিজুর রহমান, সেলিম আহমদ, কবির আহমদ, শাহ ফারজানা রহমান।

এছাড়ও অনুষ্ঠান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/১৭ জানুয়ারি ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন