আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

শাহপরান (রহ.) উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান শুরু শনিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৭ ১৭:০০:৪৩

সিলেট :: সিলেট শহরতলীর খাদিমনগরের হযরত শাহপরান (রহ.) উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী ‘সুবর্ণ জয়ন্ত ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০১৮’ অনুষ্ঠান শুরু হবে শনিবার।

শনি ও রবিবার দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করছে প্রাক্তন ছাত্র পরিষদ, হযরত শাহপরান (রহ.) উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের রেজিস্ট্রেশনকৃত প্রাক্তন ছাত্রছাত্রীদের আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের অফিস থেকে প্রবেশপত্র ও উপকরণ সংগ্রহ করে অনুষ্ঠানে যোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক এড. রঞ্জন চন্দ্র ঘোষ।

শনিবার অনুষ্টানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেট সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা ও খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. আফসর আহমদ।

রবিবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আব্দুল মতিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আফসর আহমদ ও ফিজা এন্ড কোং (প্রাঃ) লিঃ এর পরিচালক আজহারুল ইসলাম মুমিন।

উভয় দিনে সভাপতিত্ব করবেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আতিকুর রহমান।


সিলেটভিউ২৪ডটকম/১৭ জানুয়ারি ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন