আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় সোস্যাল কেয়ার অব নেশনের শীতবস্ত্র বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৯ ১১:১৩:৪২

কুলাউড়া প্রতিনিধি :: ‘শীতার্ত মানুষের পাশে উষ্ণতার চাদর হয়ে’ এই শ্লোগানকে সামনে রেখে কুলাউড়ার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে উপজেলার হাজিপুর ও টিলাগাঁও ইউনিয়নের শতাধিক শীতার্ত পরিবারের মধ্য শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী প্রতিবছরের ন্যায় এবারো উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম কর্মসূচি পালন করা হয়।

উপজেলার হাজিপুর ইউনিয়নের কানিহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি সৈয়দ আনিসুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় কম্বল বিতরণ প্রাক্কালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম. কামরুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং সংগঠনের উপদেষ্টা মাওলানা ফজলুল হক খান সাহেদ, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, হাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবির আহমদ, হাজিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দাল হোসেন।

এছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্বল, সাবেক সভাপতি সোহেল আহমেদ, খায়রুল কবির জাফর, সাবেক সাধারণ সম্পাদক ছায়েম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন আল সালুক, সহ সাংগঠনিক সম্পাদক মুক্তার আহমেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজিপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক সুরমান আহমেদ, মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছাদুর রহমান টিংকু, সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক ভাস্কর দে, আপ্যায়ন সম্পাদক অলক চন্দ্র, সদস্য জাহিদ হাসান শিবলু, সাঈদ আহমদ, খালেদুর রহমান তানজুল, সুমন আহমেদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জানুয়ারি ২০১৯/শাআ/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন