আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে ইংলিশ অলিম্পিয়াড শুক্রবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২২ ১০:৪২:৫১

মৌলভীবাজার প্রতিনিধি :: সব পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ২৫ জানুয়ারী শুক্রবার মৌলভীবাজার সরকারি কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ইংলিশ অলিম্পিয়াড। এর জন্য মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রেজিষ্ট্রেশেন ক্যাম্পেইন চলছে।

এটি ইংরেজি দক্ষতা যাচাই ভিত্তিক পরীক্ষা। যেখানে প্রশ্নপত্র নির্ধারিত করা হবে ৬টি গ্রুপের ওপর নির্ভর করে। প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা থেকে বাছাই করে বিভাগীয় পর্বে পরীক্ষা দিতে হবে এবং ফাইনাল পর্বে তাদের ইংরেজি দক্ষতার ওপর একটি পরিপূর্ণ পরীক্ষা হবে।

ইতিমধ্যে মৌলভীবাজার সরকারি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, বিএফ শাহীন কলেজ সহবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। এছাড়াও শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশনের জন্য মৌলভীবাজার শহরের সমশেরনগর রোডস্থ কনসেপ্ট আইটি ও এডুকেশনে যোগাযোগ করতে পারবেন।

আয়োজকরা জানান, “বাংলাদেশে গেøাবাল লিডার তৈরি করার লক্ষেই এই প্রতিযোগীতা। যারা ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।”

সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০১৯/ওফানা/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন