আজ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ইং
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমায় ডিবি পুলিশ পরিচয়ে বাসায় তল্লাশি, টাকা দাবি ও প্রতারণার অভিযোগে এক প্রতারককে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।
আটক প্রতারক শহিদুল ইসলাম শহিদ (৪১) সিলেটের জালালাবাদ থানাধীন সোনাতলা গ্রামের আবদুল হাসিমের ছেলে।
ভূক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এর লামাহাজরাইয়ের জনৈক আবদুল খালেক মিয়ার বাসায় ঢুকে তল্লাশি শুরু করে শহিদ। এসময় সে নিজেকে ডিবি পুলিশের ইনফরমেশন অফিসার দাবি করে টাকা দাবি করে।
ওই বাসা থেকে বের হয়ে শহিদ রাস্তায় কবির মিয়া নামের এক চালকের সিএনজি অটোরিকশা থামায়। অটোরিকশাতে রাস্তার পাশের মো. গোলাম রব্বানীর দোকান থেকে প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র তুলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা না দিয়ে চম্পট দেয়ার চেষ্টা করে। এসময় গোলাম রব্বানীর শোরচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ-০৫