আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের ভার্চুয়াল কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-৩০ ১৩:৫৫:৪২

সিলেট : সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়  লিডিং ইউনিভার্সিটির আইইইই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ কর্তৃক প্রথমবারের মত "কুইক কুইজ টুর্নামেন্ট ২০২১"  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মে) দিন ব্যাপি এই অনলাইন অনুষ্ঠানে আইইইই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ শাখার উপদেষ্টা ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আফসানা বেগমের তত্ত্বাবধানে এই টুর্নামেন্টে ইইই বিভাগের মোট ১৬টি দল অংশগ্রহণ করে এবং ১ম রাউন্ড,  কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল ৪টি ধাপে প্রতিযোগিরা  প্রতিযোগিতা করে৷ ফাইনালে "টিম কটনক্যান্ডি" এবং "টিম আলফা ভার্টেক্স" এর মধ্যে তুমুল লড়াইয়ের পর, "টিম আলফা ভার্টেক্স" বিজয় লাভ করে৷  

ফাইনাল রাউন্ডে ইইই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রুমেল এম.এস রহমান পীরসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন৷ ভার্চ্যুয়াল কুইজ টুর্নামেন্টটি শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

এ টুর্নামেন্ট দ্বারা শিক্ষার্থীরা জ্ঞ্যান অর্জনসহ ভবিষ্যতে পাঠ্যক্রম বহির্ভূত জ্ঞানমূলক কার্যক্রমে শিক্ষার্থীরা আগ্রহী থাকবে। লিডিং ইউনিভার্সিটির আইইইই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ বিজ্ঞান ও গবেষণা মূলক সেমিনার, ওয়েবিনার, ওয়ার্কশপ এর মতো বিভিন্ন কার্যক্রম করে থাকে৷ উপস্থিত শিক্ষকবৃন্দ ভবিষ্যতে এরকম আরো শিক্ষা ও গবেষণামূলক অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে বিজ্ঞান অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।


সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-২৩




শেয়ার করুন

আপনার মতামত দিন