আজ শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ ইং

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে গণস্বাক্ষর সংগ্রহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-৩০ ১৫:৩১:৩৬

সিলেট :: স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (৩০ মে) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে গণস্বাক্ষর কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, মদনমোহন কলেজের শিক্ষার্থী সাকিব রানা, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী নাহিদ হাসান প্রান্তিক, মদন মোহন কলেজের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম মাহিন, এমসি কলেজের শিক্ষার্থী সুরাইয়া পারভিন আখি, বাহুবল অনার্স কলেজের শিক্ষার্থী দোয়েল রায়, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বুশরা সুহেলী, দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী শ্রাবণ দাস প্রমুখ।

এসময় অনেক শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে স্বাক্ষর প্রদান করেন।

শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষামন্ত্রী বলেছেন, সংক্রমণ কমে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। অথচ সকল কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। আমরা শিক্ষামন্ত্রী এ বক্তব্য প্রত্যাখান করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। আগামীকাল সোমবার আমরা প্রতীকী ক্লাসের মাধ্যমে প্রমাণ করব স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করা সম্ভব।’

তারা বলেন, ‘করোনা ভাইরাসের কারণে গত প্রায় দেড় বছর ধরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। লেখাপড়ার বাইরে থাকায় অন্যান্য নানা কাজে জড়িয়ে পড়ছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় উচ্চশিক্ষাও ধ্বংসের দিকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজট তৈরী হয়েছে। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভালো নেই। শিক্ষা কার্যক্রমের বাইরে থাকায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ারও আশঙ্কা দেখা দিচ্ছে।’

এসময় তারা দ্রুতসময়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দেওয়ার দাবিও জানান।



সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২

শেয়ার করুন

আপনার মতামত দিন