আজ মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ইং
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ মে) সকাল ৮ টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গেইট এলাকায় কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশের নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফাসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা (শ্রী নগর বেপারী বাড়ি) হাবিবুর রহমানের পুত্র ইব্রাহিম খলীল আকাশ(২৮) এবং চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের নান্নু মিয়ার পুত্র রাব্বি মিয়াকে (২১) গ্রেফতার করে।
এসময় পুলিশ তাদের কাছ থেকে ৫২ বোতল ফেন্সিডিল, ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সিলেট ভিউ ২৪ ডটকম/শামীম/পিটি-১৮