আজ শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ইং
নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জোয়াল ভাঙ্গার হাওর থেকে জয়তুন বিবি (৬৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ মে) বিকেলে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজোর গ্রামের জোয়াল ভাঙ্গার হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।
জয়তুন বিবি উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জোয়াল ভাঙ্গার হাওরে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নবীগঞ্জ থানা ওসি মোহাম্মদ ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়তুন বিবির লাশ উদ্ধার করেন।
স্থানীয়দের দাবি, জয়তুন বিবি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে, লাশ শনাক্ত করেছে তার পরিবারের লোকজন, জয়তুন বিবি মানসিক ভারসাম্যহীন তিনি মাজারে মাজারে ঘুরে বেড়াতেন।
সিলেটভিউ২৪ডটকম/এসবিডি/এসডি-১৮