আজ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ইং
শাহাদত হোসেন, মালয়েশিয়া :: মালয়েশিয়ায় ফ্যক্টরির বাস খাদে পড়ে ৬ বাংলাদেশিসহ ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৭ এপ্রিল) এ কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কারগো, জালান এস ৮ পেকেলিলিংয়ের পাশে একটি ফ্যাক্টরির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদেঁ পড়ে গেলে এতে ৬ বাংলাদেশি সহ ১০ জন নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে রাত ১১ টার দিকে গুরুতর আহতাবস্থায় সার্ডাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অপর বিদেশি ও স্থানীয় বাস চালক নিহত হন।
জানা গেছে, বাসটি নীলাই, নেগরি সেম্বিলান থেকে আসার পথে এ ঘটনাটি ঘটে।
কেএলআইএ ওসিপিডি সহকারী কমিশন জুলকিফলি আদমশাহ বলেন, বাসটি ৪৩ জন যাত্রী বহন করছিল, যারা এমএএস কারগোতে চুক্তি ভিওিক কাজ করতেন।
গুরুতর আহত বাকি ৩৪ জন যাত্রীকে চিকিৎসার জন্য কাজাং, সার্ডাং ও পুত্রাজায় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো নাম প্রকাশ করা হয়নি। তবে দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।
এ দিকে বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়ে বাংলাদেশ হাই কমিশন তাদের পরিচয় শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন।
সিলেটভিউ২৪ডটকম/০৮ এপ্রিল ২০১৯/শাহো/ইআ