আজ শনিবার, ১১ মে ২০২৪ ইং

কাতারের প্রবাসীদের জন্য নতুন আইন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২৮ ২১:৩৭:৩৫

প্রতিষ্ঠানের মালিকের অনুমতি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন প্রবাসীরা। অবশেষে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনার মুখে কাতারে প্রচলিত বিতর্কিত ভিসা পদ্ধতির সংস্কার করা হলো। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক টুইট বার্তায় এই তথ্য প্রকাশ করেছে। খবর এনডিটিভির। 

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় ঘোষণা করেছে, প্রবাসীদের প্রবেশ, প্রস্থান ও থাকার অনুমতি বিষয়ে নতুন এই আইন রবিবার থেকে কার্যকর হলো।’

সেপ্টেম্বরে কাতার সরকার ঘোষণা দিয়েছিল, ‘ভিসা পদ্ধতি বাতিল নিয়ে একটি আইন পাশ হয়েছে। দেশটিতে এত দিন ধরে ‘কাফালা বা স্পন্সরশিপ’ ভিসা ব্যবস্থা প্রচলিত ছিল। যাকে আধুনিক যুগের দাসপ্রথা হিসেবে ধরা হয়। 

এনডিটিভির খবর বলা হয়, নতুন আইন অনুযায়ী একটি প্রতিষ্ঠানের পাঁচ শতাংশ কর্মী- যারা উচ্চ পর্যায়ে রয়েছেন তারা প্রতিষ্ঠানের মালিকের পূর্বঅনুমতি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন।’

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যদি কোনো কারণে তাদেরকে কাতার ত্যাগে বাধা দেয়া হয় তাহলে ভুক্তভোগীরা প্রবাসী প্রস্থান অভিযোগ কমিটিকে তাদের অভিযোগ লিখিত আকারে জানাতে হবে। তিন কার্য দিবসের মধ্যেই এই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’

গত বছরের নভেম্বরে ভিসার সংস্কার বিষয়ে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে তিন বছরের একটি চুক্তি করে কাতার। তারপর কাতারের এই নতুন ভিসা পদ্ধতি ঘোষণা বিশাল পদক্ষেপ।  

২০২২ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারে। মানবাধিকার সংস্থাগুলো বার বার কাতারের শ্রম আইনের সংস্কারের বিষয়ে বলে আসছিল। কাতারের এত দিন ধরে চলে আসা ভিসা পদ্ধতি বাতিলের জন্য দীর্ঘ দিন ধরেই সমালোচকরা আপত্তি জানিয়ে আসছে।

গত বছর মানবাধিকার সংস্থা মাইগ্র্যান্ট-রাইটস ডট অর্গ প্রকাশিত এক গবেষণায় বলা হয়, কাতারের প্রচলিত ভিসা ব্যবস্থায় এক তৃতীয়াংশ প্রবাসীর দেশত্যাগের ভিসা প্রত্যাখ্যান করছে দেশটির সরকার।

বর্তমানে ২০ লাখের বেশি বিদেশি শ্রমিক কাতারে কাজ করেন।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...